‘বাংলার জান’ খ্যাত সাকিব আল হাসানকে দেয়া হয়েছে এক বছরের নিষেধাজ্ঞা। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা জাতি। ইতোমধ্যে বিসিবি চত্তরে অনশন করেছে সাকিবপ্রেমীরা। এমতাবস্থায় আগুনে ঘি ঢাললেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জনাব আকরাম খান।
বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আকরাম খান জানান, ‘সাকিবের নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা আগে কিছুই জানতাম না। তবে, সাকিব খোদ নিজেই ভারত সিরিজের আগে স্ব-ইচ্ছায় নিষেধাজ্ঞা চেয়েছেন।’
নিষেধাজ্ঞা প্রসঙ্গে আকসু জানায়, এখন নিষিদ্ধ না হলে তাকে সিরিজের মধ্যেই তার উপরে ফরমান জারি করা হবে।
সাকিব এক বিবৃতিতে জানান, ‘আমি নিজে থেকেই এখন নিষেধাজ্ঞার নিচে যেতে চাই। কারণ আরো দেরি হলে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবো না। আশা করি আমি আগের চেয়ে আরো পরিণত হয়ে মাঠে ফিরবো।’
তবে, আশার বানী দিয়েছে বিসিবি। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবের শাস্তির মেয়াদ কমাতে কাজ করবে। ক্রীড়ামন্ত্রী এবং প্রধানমন্ত্রী ও তার পাশে রয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম