5:23 AM, 13 November, 2025

প্রধানমন্ত্রী যখন ড্রিংকস-বয়!

scott-morrison_2

কি শিরোনাম দেখে আবাক হচ্ছেন? হওয়ারই কথা। যে ঘটনায় উপস্থিত থাকা ক্রিকেটাররাও অবাক হয়েছে আর আমি-আপনি কেনইবা হবো না!

আগামী ২৭ অক্টোবর থেকে অ্যাডিলেডে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। এরই প্রস্তুতি নিতে গতকাল ২৪ অক্টোবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের খেলা চলছিলো। সানাকে আউট করে উল্লাস করছেন অজি ক্রিকেটাররা এমন সময় দেখা যায় ড্রিংকস হাতে নিয়ে দৌড়ে আসছে স্বয়ং অজি প্রধানমন্ত্রী স্বট মরিসন! মাঠে উপস্থিত সকল ক্রিকেটাররাও অবাক!

কি সুন্দর এক দৃশ্য। এসে সবার সাথে হাত মিলিয়ে সবাইকে ড্রিংকস করিয়ে মরিসন আবার চলে যান ডগ আউটে। যদিও অজি রাষ্ট্রনায়কদের ক্রিকেটপ্রেম নতুন কিছু নয়। তবে মরিসন যা করলেন, তা অনেক দিন মনে রাখবে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এমন কাজে অনলাইন দুনিয়ায় প্রশংসায় ভাসছেন মরিসন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এই সংবাদ।

পার্থ ক্রিকেট গ্রাউন্ড তাদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছে, ‘কী অসাধারণ এক অভিজ্ঞতা, আমাদের প্রধানমন্ত্রী একজন সাধারণ বয়ের মতো ক্রিাকেটারদের পানি খাওয়ালো। ক্রিকেট সুন্দর, আরো সুন্দর যখন স্বয়ং প্রধানমন্ত্রী এসে ওয়াটার-বয় সাজেন।’

এমন দারুণ ঘটনার স্বাক্ষী হওয়া মাঠে উপস্থিত থাকা দু’দলের ক্রিকেটাররা নিজেদেরকে ভাগ্যবান বলে দাবি করতেই পারেন।