
UEFA Assist U16 Development Tournament 2019 বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মইনুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। বাকি তিন গোলদাতা ইমন ইসলাম, সাজেদ হাসান ও অপূর্ব মালি।
অভিনন্দন বাংলাদেশের অনুদ্ধ-১৬ দলের সকল ফুটবলার এবং তিনরত্ন কোচ রব রাইলস, আবুল হোসেন এবং রাহেল ভাইকে। তাদের সকলের সম্মলিত অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে এই সাফল্য।
এক কথায় বলা যায়, বাফুফে একাডেমীর সুফল পেতে শুরু করেছে। বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় ব্যর্থতা গোল করা নিয়ে আর এখানে এই টুর্নামেন্ট এ বাংলাদেশ দল তিন ম্যাচে মোট গোল করেছে ১১টি। এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশের তরুণ ফুটবল তৈরী করার কারিগর এ.এফ.সি এবং বাফুফের সফল কোচ আবুল হোসেন এবং রাহেল ভাই, সাথে ফুটবলাররা যাকে ভালোবেসে মামু বলে সম্বোধন করে সেই ইংলিশ কোচ রব রাইলসকে।
কারণ, গত দুই মাস পূর্বে ভারত সফরে অনুদ্ধ-১৬ দলটি বয়স চুরি এবং অসহায় আত্নসমর্পন করেছিল। সেই দল থেকে মূল একাদশের প্রায় অর্ধেক খেলোয়ার বাদ দিয়ে আবার ঢেলে সাজিয়ে নিয়ে সেপ্টম্বরে কাতার সফর এ শক্তিশালী কাতার এবং ইয়েমেন এর বিপক্ষে জয় না পেলেও ভালো ফুটবল উপহার দেয়। একটি দিক দিয়ে কেন যেন মনে হচ্ছে আমাদের রক্ষনভাগ আগের তুলনায় ধিরে ধিরে শক্তিশালী হয়ে উঠছে। কাতার এবং ইয়েমেন এর বিপক্ষে হেরেছি কিন্তু গোল বন্যাতে ভাসতে হয়নি তরুণ ফুটবল দলকে।
বাফুফে-কে ধন্যবাদ জ্ঞাপন করছি, এই তিন কোচ রব রাইলস, আবুল হোসেন এবং রাহেল ভাইকে যদি তরুণ ফুটবলে তাদের মেধা ব্যবহার করার আরো বেশী করে সুযোগ প্রদান করে, তাহলে সুদূর ভবিষ্যতে আমাদের ফুটবল এর পাইপলাইন আরও শক্তিশালী এবং দৃঢ় হবে, ইনশা্হ আল্লাহ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম