3:49 AM, 13 November, 2025

বিপিএল বিপ্লব আসন্ন!

bpl_11

আসন্ন ‘বঙ্গবন্ধু বিপিএল’ নিয়ে ক্রিকেট পাড়ায় উন্মাদনার শেষ নেই। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার কিংবা ক্রিকেট মোদিরা কেউই অবিচ্ছেদ্য নেই এই উন্মাদনা থেকে। অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লীগ বিগ ব্যাশের আদলে হবে এবারের বিপিএলের আসর। তাছাড়া, পুরো আসর জুড়ে থাকছে মানসম্মত নানা রকমের আধুনিক প্রযুক্তির ছোয়া।

বিপিএল নিয়ে শুক্রবার কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১২ তারিখে হবে প্লেয়ার্স ড্রাফট। এখন পর্যন্ত ৩৯৩ জন বিদেশি ক্রিকেটার তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পাশাপাশি থাকছেন ৩৮ জন বিদেশি কোচ। সাথে প্রত্যেকটি দলের সাথে থাকবেন অভিজ্ঞ ফিজিওসহ মান উপযোগী সকল কোচিং স্টাফ।’

তিনি আরো বলেন, ‘এতদিন আমরা শুধুমাত্র ম্যাচে জেতার জন্য খেলেছি। তবে, এখন আমরা বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবো। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করছি। আমরা এমন একটা দল গঠন করতে চাই যে দলটা আগামীতে আমাদের ৪/৫ বছর সেবা দিতে পারবে।’