প্রায় চার বছর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লীগ ‘র্যাম স্ল্যাম’ এর আসরে লায়ন্সের বা-হাতি ব্যাটসম্যান গোলাম বদির নামে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে। আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে আগামী ২০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসনে রাখার রায় দেয় আদালত।
তবে, এবারে ঘোষণা করা হয়েছে বিচারের চূড়ান্ত ফলাফল। ফলাফল অনুযায়ী পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে এই ক্রিকেটারকে।
উল্লেখ্য, প্রয়াত আরেক প্রোটিয়া ক্রিকেটার হানসি ক্রোনিয়েরকেও ২০০০ সালে একই অভিযোগে একই শাস্তি দেয়া হয়েছিলো। ক্রোনিয়ের শাস্তির চার বছরের মাথায় এসে উক্ত অভিযোগে শাস্তির মেয়াদ ৫ বছর থেকে ১৫ বর্ধিত করা হয়। তবে, ক্রোনিয়ের পরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বদিই প্রথম ক্রিকেটার যাকে কারাবাস দেয়া হয়েছে। ৪০ বছর বয়সী এই ব্যাটসম্যান আফ্রিকার জাতীয় দলের জার্সি গায়ে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম