ইকুয়েডরকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বড় জয়

ক্রিড়া প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী
স্পেনের মার্তিনেস ভালেরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত আটটায় প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ৬-১ গোলে বিধ্বস্ত্ব করে আর্জেন্টিনা বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর এর বিপক্ষে।
খেলার প্রথম থেকেই আর্জেন্টিনার এই তারুণ্য নির্ভর নতুন দলটি ইকুয়েডর এর বিপক্ষে আক্রামনাত্বক ফুটবল খেলতে থাকে। খেলার ২০ মিনিট সময় মার্কাস অ্যাকুনিয়ার কর্ণার কিকে হেড করে ইকুয়েডর এর জালে বল জড়িয়ে লুকাস আলারিও ১-০ গোলের আর্জেন্টিনাকে লিড এনে দেয়। খেলার ২৭ মিনিটের সময় অ্যাকুনিয়ার জোড়ালো শট ক্লিয়ার করতে যেয়ে ইকুয়েডর এর রক্ষনভাগের খেলোয়ার এর জে এসপিনোজা নিজেদের জালে আত্নগাতি গোল করে ফেলেন, আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। ৩২ মিনিটে ডি-বক্সের ভিতর আর্জেন্টিনার লাওতানো মার্টিনেজ-কে ইকুয়েডর এর রক্ষণভাগের খেলোয়াররা ফাউল করলে রেফারি পেনাল্টির বাশিঁ বাজায়। পেনাল্টি থেকে আর্জেন্টিনার ল্যান্ডরো পেরাডেস গোল করে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে রেখে বিরতীতে যায়।
বিরতি থেকে ফিরেই মাত্র চার মিনিটের মাথায় ইকুয়েডর এর এনজেল মিনা দুদ্ধান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে আসে। এক গোল করা পর যেন ইকুয়েডর তাদের নিজেদের খেলাই এলোমেলো করে ফেললো। এর পর শুধু আর্জেন্টিনাময় ফুটবল হতে চললো। মুহুর মুহুর আক্রমনে ইকুয়ডরকে ব্যতিব্যস্ত করে ফেললো আর্জেন্টিনা। খেলার ৬৬ মিনিটের সময় ফ্রিকিক থেকে আর্জেন্টিনার আজকের ম্যাচের অধিনায়ক রক্ষণভাগের জার্মেন প্রিজেলা হেড করে গোল ব্যবধান ৪-১ নিয়ে যায়। খেলার ৮২ মিনিটের সময় ডি-বক্সের বাহির থেকে এক জোড়ালো শটে আর্জেন্টিনার নিকোলাস ডমিনুগুয়েজ গোল করে ৫-১ ব্যবধান করে ফেলেন। মাত্র দুই মিনিট পরেই এক সম্মলিত আক্রমণের মাধ্যমে গোল করেন আর্জেন্টিনার লুকাস অকোম্পস, খেলার ব্যবধান বেড়ে দাড়ায় ৬-১। খেলার বাকী সময় আরকোন গোল না হওয়ায় আর্জেন্টিনা ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগের দিন সংবাদ সম্মেলনে পরবর্তী আন্তর্জাতিক সূচিতে মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেন লিওনেল স্কালোনি।
“নিষেধাজ্ঞার কারণে মেসি এখানে নেই। সের্হিও আগুয়েরো এখানে নেই কারণ সে দীর্ঘ দিন ধরে চোটে ভুগেছে এবং ক্লাবে শতভাগ অনুশীলন করতে পারছে না…দুজনেই পরের মাসে ফিরবে এটা নিশ্চিত।”
