২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর কলকাতায়। এবারই প্রথম নতুন ভেন্যুতে হবে নিলাম। এর আগে আইপিএলের নিলাম হতো ব্যাঙ্গালুরুতে। আসন্ন আসরে দলগুলোর জন্য সর্বোচ্চ বরাদ্দ ৮৫ কোটি রুপি। তবে গত নিলামের সাথে বাড়তি আরো ৩ কোটি রুপি যোগ করতে পারবে দলগুলো।
ক্রিকইনফোর প্রতিবেদনে এসেছে, এবার সবচেয়ে বেশি বাড়তি বাজেট নিয়ে নামছে দিল্লি ক্যাপিটেলস (৮ কোটি ২০ লাখ রুপি)। এরপরে আছে রাজস্থান রয়েলস (৭ কোটি ১৫ লাখ)। এরপরে আছে কলকাতা নাইট রাইডাস (৬ কোটি ৫ লাখ)। এরপরে রয়েছে সানরাইজাস হায়দ্রাবাদ (৫ কোটি ৩০ লাখ)। কিংস এলিভেন পাঞ্জাব (৩ কোটি ৭০ লাখ), চেন্নাই সুপার কিংস (৩ কোটি ২০ লাখ), মুম্বাই ইন্ডিয়ান্স (৩ কোটি ৫ লাখ) এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (২ কোটি ৮ লাখ রুপি)।
গত বছর (২০১৮) আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিলো জানুয়ারিতে। সেবার পাঁচ জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছিল দলগুলো।
এবার দলগুলোর খেলোয়াড় ধরে রাখার শেষ সময় ১৪ নভেম্বর। এই সময়ের মধ্যে চুক্তি করতে হবে পুরনো খেলোয়াড়দের সাথে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম