12:23 PM, 20 April, 2024

গোবিন্দগঞ্জে হাজার হাজার নারী-পুরুষের ঘন্টা ব্যাপী মানববন্ধন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জে রাজা পেপার মিলের নির্গত অব্যাহত বিষাক্ত বর্জ্যে ইসামতি খালের পানির দুর্গন্ধ পরিবেশ বিপর্যয়,কৃষকদের ফসলের ক্ষতি, চিমনীর কালো ধোয়া, মশা,মাছিতে শিক্ষার্থীসহ মানুষজন নানা রোগে আক্রান্ত হওয়ার প্রতিবাদে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকার হাজার হাজার নারী-পুরুষ, এক ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ রবিবার দুপরে ঢাকা-রংপুর মহাসড়ের কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ নামকস্থানে এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ভাইস প্রেন্সিপাল খোরশেদ আলম, প্রধান শিক্ষিকা নূরে দিবা শান্তি,ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের সভাপতি রিপন, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ,ইউপি সদস্য শফিকুল ইসলাম,ইউপি সদস্য গোলাম রব্বানী,ইউপি সদস্য রনি,বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম,প্রভাষক তুষার,প্রভাষক আব্দুল জলিল,গৌতম কুমারসহ অন্যরা। বক্তরা,আগামী ৭দিনের আল্টিমেটাম দিয়ে ক্ষতিকারক রাজা পেপার মিলের বিরুদ্ধে দায়ের কৃত লিখিত অভিযোগ আইনগত ভাবে কার্যকর করতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে ৫ দফা দাবী জানান।
উল্ল্যেখ্য’ উপজেলার মহাসড়কের ধারে,জনবসতি,শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন,কৃষি জমিতে পরিবেশ আইন বর্হিভূত অবৈধ ভাবে গড়ে উঠা রাজা পেপার মিলের নির্গত আব্যাহত বর্জ্যে ১০ কিঃমিঃ এর বেশী এলাকাজুড়ে এলাকার পরিবেশ ও স্বাস্থ্য বিপর্যয় চাপরীগঞ্জ ফাজিল মাদ্রাসা,চাপরীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,দেউলি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা দুর্গন্ধ ও মশা, মাছি ও এলাকার টিউবয়েলের পচাঁ পানি খেয়ে রোগে আক্রান্ত সহ ইসামতি খালের আশপাশের কৃষকসহ প্রায় ১৫ হাজার মানুষের পরিবেশ বিপর্যয়ে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে।