2:04 AM, 13 November, 2025

তালতলীতে দুর্গোৎসবকে ঘিরে ব্যাস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

received_367554174199226
বরগুনা সংবাদদাতাঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সামনে রেখে বরগুনার তালতলীতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষে এখন শিল্পীর রংতুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ।
বৃহস্পতিবার সকালে সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নির্মিত পূজা মণ্ডপগুলোতে মৃৎশিল্পীরা প্রতিমার বিভিন্ন অংশে মাটি ও পানির মিশ্রণে সৃষ্টিশীল হাতের ছোঁয়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পূজা ঘনিয়ে আসায় কারিগররা যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না।
কাজের চাপ বেশি থাকায় পুরুষের পাশাপাশি নারী মৃৎশিল্পীরাও কাঁদামাটি দিয়ে পরম যত্নে দেবীর মুকুট, হাতের বাজু, গলার মালা, শাড়ির নকশা, প্রিন্ট ও দেব-দেবীর চুল তৈরি করছেন। প্রতিমা তৈরির কারিগররা গভীর রাত পযর্ন্ত কাজ করছে।
তালতলী পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ জগদীশ চন্দ্র শীল বলেন, তালতলীতে মোট ১১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হবে।
দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ বলেন, শারীয় দুর্গাপূজায় যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য উপজেলা প্রশাসন  সজাগ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বেঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।