প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০১৯, ২:৩০ এ.এম
টাঙ্গাইলের নাগরপুর হাজী জান মোহাম্মদ জামে মসজিদ উদ্বোধন

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুরের নয়া সারাংপুর সাহেব বাড়ির হাজী জান মোহাম্মদ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) জুমার নামাজ পড়ার মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন ঘোষণা করা হয়।
আনুমানিক দুইশত বছরের পুরানো সাহেব বাড়ির এই হাজি জান মোহাম্মদ মসজিদটিতে গম্বুজ ও সুউচ্চমিনার যুক্ত করে তারার আকৃতিতে এবার আধুনিক ভাবে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান খন্দকার ফজলুল রহমান, উপ সচিব আবদুল হামিদ, এলাসিন মাওলানা ভাসানী কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মসজিদ কমিটির সভাপতি খন্দকার বদরুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মোমেন তালুকদার, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ প্রমূখ।
এসময় নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল জেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম খন্দকার হামিদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আশেপাশের কয়েকটি গ্রামের মুরুব্বিগন প্রথমদিনের নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও উন্নতি কামনায় দোয়া করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম