12:34 AM, 13 November, 2025

আজ থে‌কে শুরু হ‌চ্ছে আঃ হালীম হুছাইনী (র.) এর তারাক‌া‌ন্দি জলছা

20200216_015943

কিশোরগঞ্জ অ‌ফিসঃ

আজ থে‌কে শুরু হ‌চ্ছে পী‌রে কা‌মেল আলহাজ্ব হযরত মাওঃ আঃ হালীম হুছাইনী (র.) এর প্র‌তি‌ষ্ঠিত তারাক‌া‌ন্দি জা‌মিয়া হুছাইনীয়া আছআদুল উলুম কওমী ইউ‌নিভা‌র্সি‌টি ময়দা‌নে খত‌মে বুুখারী শরীফ উপল‌ক্ষ্যে আ‌য়ো‌জিত বা‌র্ষিক ইছলাহী ও তা‌লিমী জলছা।

প্র‌তি বছ‌রের ফাল্গুন মা‌সের প্রথম র‌বি ও সোমবার এ জলছা অনু‌ষ্ঠিত হয়। আজ র‌বিবার ও আগামীকাল সোমবার ইসলামী আ‌লোচনা কর‌বেন দে‌শের শীর্ষ উলামা‌য়ে কেরামগণ।

র‌বিবার বাদ আসর হুজু‌রের কবর জিয়ার‌তের মাধ্য‌মে জলছার শুভ উ‌দ্বোধন কর‌বেন জা‌মিয়া হুছাইনীয়ার মুহতা‌মিম, হুজু‌রের সু‌যোগ্য না‌তি আলহাজ্ব র‌শিদ আহ‌মেদ জাহাঙ্গীর হুছাইনী।

তারাক‌া‌ন্দি জলছায় আগত মুস‌ল্লি‌দের সার্বিক সহ‌যোগীতা ও নিরাপত্তায় ১৬০০ স্বেচ্ছা‌সেবক কাজ কর‌বে ব‌লে জানান জলছা বাস্তবায়ন ক‌মি‌টির ও হুসাইনীয়া স্বেচ্ছা‌সেবী তওহী‌দি যুব সং‌ঘের সাধারন সম্পাদক এনামুল হক।

অসুস্থ্য ব্য‌াক্তি‌দের চি‌কিৎসা সেবা প্রদা‌নের জন্য থাক‌বে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন কি‌শোরগঞ্জ জেলা শাখার এক ঝাঁক স্বেচ্ছা‌সেবী কর্মী এমনটা জা‌নি‌য়ে‌ছেন শাখার সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম হি‌মেল।

দেশেরবার্তার প্রধান উপ‌দেষ্টা এস এম মিজানুর রহমান মামুন জানান অনাগত হুছাইনী প্রেমী ব্যা‌ক্তি‌দের সা‌র্বিক কার্যক্রম ধারাবা‌হিক ভা‌বে তুলে ধরতে মি‌ডিয়া পার্টনার হি‌সে‌বে কাজ কর‌ছে দে‌শের প্রথম সা‌রি অনলাইন নিউজ পোর্টাল দেশেরবার্তা টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম।