কেবল মসজিদ নয়, লড়াইটা অস্তিত্বের : জিলানি

কেবল মসজিদ নয়, নিজেদের অস্তিত্বের জন্যই লড়াই করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফ্রিয়াব জিলানি। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে করা মামলার রায়ের আগে তিনি এমন মন্তব্য করেন।
হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে জাফ্রিয়াব জিলানি বলেন, ‘আমরা আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করছি। কেবল একটি মসজিদের জন্যই না।’
তিনি বলেন, ‘যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না, কোনো সংখ্যালঘুই নিরাপদ বোধ করবেন না।’
তাদের লড়াই কেবল এক টুকরো জমির জন্যই নয়, অস্তিত্বের জন্য বলেও জানান লক্ষ্নৌর এই প্রবীণ আইনজীবী।
রায়ের পর তিনি বলেন, ‘আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।’
১৯৯২ সালে কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার পর হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্ততপক্ষে ২০০০ লোক প্রাণ হারায়।
কট্টরপন্থী হিন্দুদের দাবি, বাবরি মসজিদের জায়গাতেই ভগবান রামের জন্ম হয়েছিল। একটি রামমন্দির ভেঙ্গে মোগল আমলে সেখানে মসজিদটি তৈরি করা হয়েছিল।
বাবরি মসজিদ আর রাম জন্মভূমি নিয়ে বিতর্ক চলছে কয়েক শতাব্দী ধরে। এ নিয়ে হিন্দু-মুসলমানদের মধ্যে বহুবার দাঙ্গা বেঁধেছে, প্রাণ গেছে হাজারো মানুষের।
