12:34 AM, 13 November, 2025

ভোলার এসপি-ওসির প্রত্যাহার দাবি, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

vola_1

সহকারী সম্পাদক:

আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশের দাবি জানিয়েছে ভোলা জেলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। দাবি মানতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়েছে।

২১ অক্টোবর, সোমবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবে জেলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ডাকা সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় তারা পুলিশ-জনতা সংঘর্ষে হতাহতের ঘটনায় পুলিশকে দায়ী করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের নেতা মাওলানা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে ৬ দফা দাবির কথা জানান তিনি।

দাবিগুলো হলো-

১. ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে দ্রুত প্রত্যাহার এবং গুলিবর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

২. আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি।

৩. ফেসবুকে কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভোর ফাঁসি দিতে হবে।

৪. পুলিশের গুলিতে নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. সরকারি খরচে আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং

৬. হতাহতের ঘটনায় আটকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মামলা বা কাউকে গ্রেপ্তার করা যাবে না।

মিজানুর রহমান বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানতে হবে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থানে থেকে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।