9:59 PM, 12 November, 2025

নবাবগঞ্জে ৭১টি পূজামন্ডবে দূর্গাপূজার প্রতীমা বিসর্জন

News pic(8-10-19)

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর)
মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষে উপজেলার ৭১ টি পূজা মন্ডবের প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। উপজেলার বাংলাদেশ সার্বজনিন পূজা উদ্যাপন পরিষদের সা:সম্পাদক গোবিন্দ চন্দ্র রায় জানান- কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মা দূর্গার বিসর্জন দেয়া হয়। থানা পুলিশ পরিদর্শক সামছুল হক জানান- ৭১টি পূজা মন্ডবের মধ্যে ৬৪টি মন্ডবের ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগম্বির্জের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন দিয়েছে।