
নিজস্ব সংবাদদাতাঃ দেশে ছেলেধরা গুজব ছড়ানোর জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে গুজবের ফ্যাক্টরি।’ শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত এক সমাবেশে একথা বলেন কাদের।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর গত কয়েক সপ্তাহে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন প্রাণ হারান।’
এর আগে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ গুজব ছড়ানোর ক্ষেত্রে বিএনপির সংশ্লিষ্টতার ইঙ্গিত করলে তার প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে একথা বলছে।’
আজ কাদের বলেন, ‘আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে।’
তিনি বলেন, ‘আজকে এই দলের কেন্দ্রীয় অফিস একটা গুজবের ফ্যাক্টরি। সেখান থেকে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একদিকে অপ্রপচার করছে, অন্যদিকে নানা গুজব রটাচ্ছে। গুজব থেকে গণপিটুনি, এই গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে।’
সরকারের কাছে এই বিষয়ক তথ্য থাকার দাবি করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ‘আমরা জানি, তারা কী করছে, কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে? দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে।’
এদিকে ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম