ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত আসনের এমপির সুধীজনদের সাথে মতবিনিময়
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংরক্ষিত আসনের সংসদ এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
মত বিনিময় সভায় জেলা আ’লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নব-নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা এমপি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই সুধীজনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তা সমাধানে বিভিন্ন আশ্বাস প্রদান করেন।
