সাতকানিয়ায় দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্কঃ
ট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার খাগরিয়া উনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকালে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। দুই কেন্দ্রের ভোটের সরঞ্জাম ফেরত নিয়ে যাওয়া হচ্ছে।
