11:14 PM, 12 November, 2025

পঞ্চগড়েরর দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পাঠানো হলো ভোটিং সরঞ্জাম

IMG20210919132306

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পাঠানো হলো ভোটিং সরঞ্জাম
আগামী সোমবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)সহ ভোটিং সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রোববার দুপুরে পৌর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাওয়া মোট ৯টি কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসারদের মাঝে ভোটিং সরঞ্জাম তুলে দেন দেবীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, সুষ্ঠু ভাবে ভোট পরিচালনায় ভোটে ৯জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের চারটি মোবাইল টিম দুটি স্ট্রাগাল টিম ছাড়াও বিজিবির ৩টি ও র‍্যাবের ৩টি টিমসহ কয়েক শতাধীক আইনশৃঙ্খলাবাহিনীসহ আনসার সদস্যরা উপস্থিত থাকবেন। তবে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য উপজেলা নির্বাচন কমিশন ও আমরা যৌথ ভাবে কাজ করে যাচ্ছি।
এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে প্রথমবারের মতো মোট ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ হাজার ৯১৪ জন। এর মধ্যে নারী রয়েছে ৫ হাজার ৫৭৮ জন ও পুরুষ রয়েছে ৫ হাজার ৩৩৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *