শপথ নিয়ে সংসদে যোগদান করে এলাকার মানুষের কল্যাণে কথা বলুন- ডেপুটি স্পিকার

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া এমপি বিএপির প্রতি ঈঙ্গিত করে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা শপথ গ্রহন করেননি, কেন করেননি তা আমার বোধগম্য নয় । আপনারা শপথ নিয়ে সংসদে যোগদান করে নিজ নিজ এলাকার মানুষে কল্যাণে কথা বলুন। আজ ২২ এপ্রিল সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত ডেপুটি স্পিকার ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ সরকার বাবু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু ,সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য লুৎমিলা পারভিন সন্দা, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে অতিথিদের সংবর্ধনা প্রদান করে আয়োজন কমিটি।
