খালেদা জিয়াকে জামিন না দেওয়া এবং তার সুচিকিৎসা নিশ্চিত না করায় নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, খালেদা জিয়াকে জামিন না দিয়ে ভুল ও অনৈতিক কাজ করছেন বিচারপতিরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। অনাকাঙ্খিত যে কোনো ঘটনার দায় সরকারকে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ড. মঈন খানসহ আরও অনেকে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম