ঢাকার ভোটে বিদ্রোহী প্রার্থীদের সরাতে আ. লীগের উদ্যোগ

ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৪ জানুয়ারি) রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
‘বিদ্রোহী’ ঠেকাতে প্রার্থীদের সঙ্গে কথা বলবেন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। একটি ওয়ার্ডেও যাতে ‘বিদ্রোহী’ না থাকে সে ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করবে দলটির নীতি-নির্ধারকরা।
সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা জানান, প্রয়োজনে কয়েকটি ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থীও পরিবর্তন হতে পারে। আর যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে সেই সভা শনিবার সন্ধ্যা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
