ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে দুই সিনিয়র নেতাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ এবং মওদুদ আহমদ ঢাকা উত্তর দেখভাল করবেন। বিষয়টি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণের নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও দায়িত্বে থাকবেন আবদুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার।
অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আহ্বায়ক থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়কের দায়িত্বে থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান। দুটি নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের।
দুই কমিটির সব সদস্যের তালিকা পরে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।
ঢাকা উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত নারী ওয়ার্ড ১৮টি। অন্যদিকে ঢাকা দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম