দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ ডেকেছে বিএনপি। ৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর নয়া পল্টনে দলের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগ সেই দল যারা স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন তিনি কারাগারে। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা।’
মির্জা ফখরুল বলেন, ‘বিজয়ের এই মাসে আমাদের অফিসের সামনে আবারও পুরনো অবস্থা ফিরে এসেছে। পুলিশ র্যাব দিয়ে ভয় দেখানোর যত প্রক্রিয়া থাকে সবকিছু শুরু করেছে।’
সংবাদ সম্মেলনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম