বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৩০ নভেম্বর, শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এর আগে সম্মেলনস্থলে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল অধিবেশন) মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন দলীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মীদের জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। বর্ণিল সাজে, ঢাক-ঢোল পিটিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সম্মেলনস্থলে সমবেত হতে থাকেন। ভোর থেকে নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকতে নেতাকর্মীদের সংখ্যা।
নেতাকর্মীদের ভিড়ে সকাল নয়টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট এলাকা, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর জনসমুদ্রে পরিণত হয়। উঠেছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন তারা।
রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাস-ট্রাক, পিকআপ-রিকশা ও মোটরসাইকেলে করে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা। তবে এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর তিন বছর পরই ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম একযোগে ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করছে। একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও ডেলিগেট সম্মেলনে অংশ নিচ্ছেন বলে সংগঠনটির নেতারা নিশ্চিত করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম