8:07 AM, 13 November, 2025

মিলেছে অনুমতি, ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ

bnp-meeting_0

অবশেষে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ২৪ নভেম্বর, রবিবার দুপুর ২টায় এ সমাবেশ করবে দলটি।

প্রশাসনের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ রোববার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছি।’

রিজভী আরো বলেন, ‘তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত ১৯ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ আহ্বান করেন। তবে ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় ঢাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।