মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল দীর্ঘ ১৫ বছর পর আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি এলাকার নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কয়েকজন প্রার্থীতা ঘোষণা করলেও তৃণম‚লের নেতাকর্মী এবং স্থানীয়দের কাছে ঘুরে ফিরে দুইজনের নাম আলোচনায়। তবে শেষ ম‚হুর্তে এ হিসেব-নিকেশ বদলেও যেতে পারে।
সভাপতি পদের জন্য নেতাকর্মীদের কাছে সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। সমাজসেবক ও সাবেক জনপ্রতিনিধি হওয়ায় তার প্রতি তৃণম‚লের নেতাকর্মীদের ব্যাপক সমর্থন রয়েছে। কর্মীবান্ধব এবং দলের প্রতি অনুগত হওয়ার কারণে তার গ্রহণযোগ্যতাও বেশি। সম্ভবত তিনিই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আসীন হতে যাচ্ছেন। এই পদের অপরপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক রফিক আহমদের নাম শোনা গেলেও তৃণম‚লের কাছে তিনি ঘেঁষতে পারছেন না। বিগত ১০ বছরে কর্মীদের সাথে তাঁর দ‚রত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও নতুন নেতৃত্ব আসছে এটা অনেকটা নিশ্চিত। এ পদেও একাধিক প্রার্থী কাউন্সিলরদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য এবং ত্যাগী প্রার্থী হিসেবে তৃণম‚ল নেতাকর্মীদের কাছে সাড়া পাচ্ছেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ। পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হিসেবে সাহাব উদ্দিন নেতাকর্মীদের কাছে সুপরিচিত। দীর্ঘসময় তৃণম‚লের রাজনীতির সাথে সম্পৃক্ত সাহাব উদ্দিন কখনো দলের বিরুদ্ধে কোন কর্মকান্ডে সম্পৃক্ত হননি। এ পদের প্রার্থী হিসেবে তিনি উপজেলার প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন।
অপরদিকে এই পদের আরেক প্রার্থী সৈয়দ মিছবাহ উদ্দিন তিনি পৌর আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরী কমিটির সদস্য। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর গাঁ ঘেষা নেতা হিসেবে তিনি পরিচিত। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলরদের কাছে সমর্থন আদায়ের জন্য ছুটে চলেছেন। শেষ পর্যন্ত লড়াই এ দুজনের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি।
তবে বেশ কয়েকজন নেতাকর্মী জানান, তারা উপজেলা আওয়ামীলীগকে সৎ, দক্ষ ও পরীক্ষিত নেতাদের হাতে তুলে দিতে চান। কোন ধরনের পকেট কমিটি চাপিয়ে না দিয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলের নতুন নেতৃত্ব বের হয়ে আসবে এই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।
জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। দীর্ঘ সময় আর কোন সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম খুঁড়িয়ে-খুঁড়িয়ে চলছিল। বিশেষ দিবস কেন্দ্রিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল সাংগঠনিক কার্যক্রম। জাতীয় দিবস ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দু-চারটি আলোচনা সভা আয়োজনের মধ্যেই দলের সাংগঠনিক তৎপরতা আটকে ছিল। ১৫ বছর ধরে মূল দলের সম্মেলন না হওয়ায় সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হচ্ছেন- বর্তমান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। বর্তমান সভাপতি ইকবাল আহমদ চৌধুরী সভাপতি পদে লড়বেন কি না এখনো নিশ্চিত নয়। তবে সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের তালিকা অনেক দীর্ঘ। মূলত এ পদ নিয়েই লড়াই হবে প্রার্থীদের মধ্যে। এ পদে জেলা আওয়ামীলীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, প্রচার সম্পাদক সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল । তবে এ পদের তালিকা আরো দীর্ঘ হতে পারে বলেও জানা যায়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথা সময়ে সম্মেলন আনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান বলেন, আওয়ামীলীগের দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে মাঠে ছিলাম। এই প্রাণের সংগঠন এগিয়ে নিতে সভাপতি পদপ্রার্থী হয়েছি। অতীতের সকল কর্মকান্ড দেখে কাউন্সিলররা আমায় নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করি। উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু বলেন, অতীতের সকল কর্মকান্ড দেখে সৎ যোগ্য ও সাংগঠনিক দক্ষ লোকের হাতে যেন কাউন্সিলররা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে তুলে দেন এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমায় যোগ্য মনে হলে তারা যেন আমায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম