"উষার আলো রঙ ছড়ালো আধার হলো বিলীন
আলোক ছটায় জানান দিল আজ তোমার জন্মদিন"
দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা। হাটি হাটি পা পা করে অত্যন্ত বস্তুনিষ্ঠ নিরপেক্ষ তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সততা ও নিস্ঠার সাথে ৩য় বছরে পদার্পণ করল, শুভ জন্মদিন। জন্মদিনে এর উপদেষ্টা মন্ডলি, সম্পাদক, সহ সম্পাদক, কলামিস্ট পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন।
পত্রিকাটি পথচলার শুরু থেকেই কোটি পাঠকের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
লাল সবুজের বীজ বুননের যে চেতনাকে বুকে ধারণ করে এতটা পথ পাড়ি দিয়েছে দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম। সেই পুরো পথ জুড়েই রয়েছে সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টা এবং আমাদের মত অসংখ্য পাঠকের ভালবাসা।
দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম পৃথিবীর সর্বোচ্চ চুড়ায় উড়াতে চায় বাংলার পতাকা। বাংলাদেশের ইতিবাচক খবর পৌঁছাতে চায় প্রতিটি ঘরে ঘরে। যেখানেই বাংলা সেখানেই দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম। বাংলার গৌরব দেশের বার্তার মাধ্যমে ছড়িয়ে পড়ুক পৃথিবী জুড়ে।
দেশের বার্তার ছড়ানো আলোয় আলোকিত হোক সারাবিশ্ব।
আজ এই শুভক্ষণে "সত্য ও ন্যায়ের পথে দেশ ও জনগণের পক্ষে " এই স্লোগান কে সামনে রেখে শুরু হোক দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম আগামী পথচলা।
যেতে যেতে যেতে হবে অনেক দূর বহুদুর। সত্যের আলোয় আলোকিত হোক আগামী, এগিয়ে যাক নির্ভীক চিত্তে তার অভিষ্ট লক্ষ্যে শুভ কামনায়।
মুর্শিদা এনাম মীম
প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,
ষোলোআনা ফাউন্ডেশন, বাংলাদেশ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম