সোহেল ডিএম রানা রিয়াদ, সৌদি আরবঃ
দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন দেশে বাংলাদেশী দূতাবাস ও মিশনগুলোতে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রবাসে থাকা নানা পেশার বাংলাদেশীরা হতাশ ও ক্ষুব্ধ।
মিশনগুলো প্রবাসী বাংলাদেশীদেও স্বার্থরক্ষা, জনশক্তি রফতানি ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। বরং দূতাবাস সংশ্লিষ্টরা প্রবাসে নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত থাকেন। এতে বিদেশে মারাত্মকভাবে ক্ষুণ হচ্ছে এদেশের ভাবমূর্তি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাস বা মিশনের কিছু কিছু হাইকমিশনার ও রাষ্ট্রদূত থেকে শুরু কওে লেবার কাউন্সিল, প্রথম শ্রম সচিব ও অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।
দূতাবাসে কর্মরত এসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের সাথে অহরহ অশোভন আচরণ, পাসপোর্ট কেলেঙ্কারি, হয়রানি, দুর্নীতি ও জালিয়াতির সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অভিযোগের কথা জানলেও তা নিরসনে বাস্তবে কোনো পদক্ষেপই নিচ্ছে না। ফলে ওসব বিদেশে দূতাবাস ও মিশনের ওসব কর্মকর্তা-কর্মচারীদেরা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি দূতাবাসের অবস্থা ভয়াবহ রুপ ধারণ করেছে। এখানে নিয়ম কানুনের কোন তোয়াক্কা করছেন না কেউ। পাসপোর্ট কেলেঙ্কারি ছাড়াও প্রতিনিয়ত ভিসা রিনিউ, নতুন পাসপোর্ট সংগ্রহ করতে আসা প্রবাসী বাংলাদেশীরা নানা হয়রানির ও বৈষম্যের শিকার হচ্ছেন। রিয়াদ শহর ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে প্রবাসীরা আসেন নতুন পাসপোর্ট অথবা মেয়াদ উর্ত্তীণ্য পাসপোর্ট রেনু কিংবা পাসপোর্ট মালুমাত করতে কিন্তু দূতাবাসের কর্মকর্তারা তাদের সাথে বৈষম্যমুলক আচরণ করেন।
গত বুধবার প্রত্যক্ষদর্শী (নাম না বলা শর্তে)'র সাথে কথা বলে জানা যায় তিনি তার পাসপোর্ট রেনু করতে দূতাবাসের ৫ নাম্বার কাউন্টারে সকাল থেকে সিরিয়াল নাম্বার নিয়ে দাঁড়িয়েছিল। ঘন্টা তিনেক যাওয়ার পর যখন তার সিরিয়াল আসার উপক্রম হলো ঠিক তখনই কিছু লোক হঠাৎ করে কোথা এসে লাইনে ডুকে ঐ কর্মকর্তার সাথে কিছু একটা বলে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে থাকলো। অবস্থার বেগতিক দেখে সকাল থেকে অপেক্ষা করা ভুক্তভোগী ঐ ব্যাক্তি এসে প্রতিবাদ জানালে দূতাবাসের ঐ কর্মকর্তা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো এবং তাঁকে অন্য লাইনে দাঁড়াতে বললো।
সুতরাং এই ঘটনা থেকেই স্পষ্ট উদিয়মান যে এখানে অনিয়ম কিংবা দূর্নীতি কিছু একটা তো অবশ্যই হচ্ছে। সুতরাং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কাছে জোড় দাবী জানাচ্ছি যে এই সকল অনিয়ম ও দূর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ সহ আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে সকল প্রবাসী ভাইদের সাথে সামান্যতম সৌজন্যমূলক আচরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম