ষোলোআনা ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম সাক্ষরিত এস এম মিজানুর রহমান মামুন কে সভাপতি ও জহিরুল ইসলাম হিমেল কে সাধারন সম্পাদক করে ২ পাতার উক্ত কমিটি ঘোষণা করেন।

যারা কমিটিতে আছেন:
উপদেষ্টা পর্ষদ:
• এড. আবু বাক্কার সিদ্দিক মিলন
• নাদিমুল ইসলাম নাদিম
• আজিজুল হক সুমন
• সাইদুর রহমান
• রিয়াদ রেজা
কার্যকরি কমিটি:
• সভাপতি: এস এম মিজানুর রহমান
• সহ সভাপতি: সোলেমান কাদির মাসুদ
• সহ সভাপতি: মারুফ আহমেদ
• সাধারন সম্পাদক: জহিরুল ইসলাম হিমেল
• সহ সাধারন সম্পাদক: হুমায়ুন কবীর
• সাংগঠনিক সম্পাদক: এহসানুল হক অমি
• সহ সাংগঠনিক সম্পাদক: আরমান পাঠান
• সহ সাংগঠনিক সম্পাদক: আবু হানিফ
• অর্থ ও দপ্তর সম্পাদক: মোখলেছুর রহমান
• প্রচার সম্পাদক: মীর আব্দুল আজিজ
• কার্যকরী সদস্য: নাসরিন সুলতানা ডলি
'মানবতার সেবায় পথচলা' কে সামনে গত ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে পথচলা শুরু করে কিশোরগঞ্জ শাখা। সেখান থেকে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষধ বিতরণ, গালিমুক্ত ভাষার লক্ষ্যে সামাজিক আন্দোলন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরি ধারাবাহিকতায় কর্মদক্ষ, মেধাবী সদস্যদের নিয়ে গঠিত হয়েছে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি। মূল কমিটিতে ১১ জন ও উপদেষ্টা পর্ষদে ৫ জন নিয়ে সাজানো হয়েছে কমিটি টি।
কমিটিতে স্থানপ্রাপ্তরা আগামী দিনে কেন্দ্রীয় যে কোন কর্মসূচী বাস্তবায়নে ও সাধারন মানুষের সেবায় কাজ করে যাওয়ার আশ্বাস ব্যাক্ত করেন।
-প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম