কবিতাঃ পদ্মা তুমি


পদ্মা তুমি
—–মোঃ সিরাজুল ইসলাম
পদ্মা তুমি অনেক উদার বিশাল বিশালতলা
তোমার কথা ভাবতেই আমার খুলতে হল খাতা,
পদ্মা তুমি অনেক উদার বিশাল তোমার ভুমি
তোমার নামেই লিখে গেছে হাজার কাহিনী।
অনেক জাহাজ লঞ্চ স্টিমার করে ঘুরাঘুরি
মাঝে মাঝে দেখাও তোমার কতই বাহাদুরি।
তোমার বুকে চোষে বেরায় হাজার লোকের ভিরে
সকাল সন্ধ্যা কাজ ফুরালে সবাই ফিরে ঘরে।
তোমার বুকের ইলিশ আজ সারা বিশ্বের জানা
ছোট বড় সবার প্রিয় খেতে কেউ করে না মানা।
হাজার রকম নামে ডাকে তবু করনি কভু রাগ
যখন তুমি ক্ষতি কর সবার বেরেই চলে হাক।
খোদার কাছে নালিশ করে ভেংগে দিছো তুমি
কারো কিছু নাইরে করার মুখে কাল নাগিনী।
পদ্মা তুমি অনেক উদার বিশাল বিশালতা
তোমার কথা ভাবতেই আমার খুলতে হল খাতা।
যাহারে কর সর্ব হারা ভিটে মাটি নাউ কেরে
যারে তুমি করছ নিশানা দাওনি তারে ছেরে
তোমার বুকেই রাখছো আবার কর্ম জীবন ভরে
পাড়ের যত মানুষ গুলো জীবন যুদ্ধে মরে।
ছোট বড় হাজার তরি বাইছে কত জন
ডুবে ডূবে চালায় তারা চেস্টায় প্রান পন।
মেঘের ভেলা ভাসে যখন তোমার আকাশ পানে
তোমার বুকে ঢেউয়ের খেলা বেরেই যেন আনে।
আল্লাহ আল্লাহ বলে সবাই মুখে ধরে টান
সবার মুখে একটি কথা এবার গেল বুজি প্রান।
পদ্মা তুমি অনেক উদার বিশাল বিশালতা
তোমার কথা ভাবতেই আমার খুলতে হল খাতা।