উত্তরণ
রায়হান কবির
তোমার কি কখনো মনে পড়ে,
কোনো এক দুপুরবেলায়
মতিঝিলের যেকোনো একটা রাস্তায়
লাল সবুজ বি আর টি সি বাসে
আমার পাশের সিটে বসে
তুমি আমার গালে হাত রেখে বলেছিলে,
সাদা শার্টে তুমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ।
তারপর আমার মুষ্টিতে হাত রেখে আরো বলেছিলে-
বলেছিলে যেন ভরসা রাখি।
অন্তত তুমি আমায় কখনো ছেড়ে যাবেনা।
আজকে এমনই একটা দুপুরবেলা,
মতিঝিলের রাস্তায় লালসবুজ বি আর টি সি বাস,
আমার গায়ে সাদা শার্ট আর তুমি অন্যকারো পাশের সিটে।
তাকেও বলছো, তুমি কাউকে কখনো ছেড়ে আসোনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম