নয়নতারা লিখেছেনঃ সৌরভ চন্দ্র পাল আমি অবউষ্ণ বিকেলে করেছি রক্তিম সূর্যের স্নিগ্ধতায় সমর্পনঃ বাচ্চা কাচ্চারা খেলাধুলায় শশব্যস্ত হয়ে ছুটছে-এধার ওধার- সূয নদীতে ডুব দিয়ে, প্রতীয়মান চন্দ্ররাজ আনলো আন্ধার। আশেপাশে বিদ্যমান শব্দের কোলাহল- খেলাধুলার সমাপ্তি, রাত হয়েছে রাত হয়েছে পড়তে বসতে আয়। [মা পড়বোনা; চুপচাপ পড়তে বসো আর বলে- আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মউ, এতো ডাকি তবু কথা...] খিদা লাগছে মা- বাবা আসলে খাবার খেও, এখন মন দাও অবিনাশী ছড়ায়। এইসবের ভীড়ে- আমি নিতান্তই এক সাধারন ফুল- এর প্রেমে আচ্ছন্ন নয়নতারা। তারাগুলো ঝিকিমিকি জ্বলবে কয়েক আলোকবর্ষের দূরত্বে- আমি মুগ্ধতার চরমপন্থী। আমি তারাদের প্রেমেই দিশেহারা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম