9:27 PM, 12 March, 2025

তরুণ প্রজন্মের কবি সৌরভ চন্দ্র পাল ‘র একাকী

inbound5376076990116107750

একাকী

আজ,আমি কারোর নই-কেউ আমার নয় –
প্রিয় মানুষগুলোর জন্যও করি না অনুনয়,
আমি জানি কি হতে পারে যোগাযোগ না রাখার পরিনতি,
আমি জানি হয়তোবা ঘটতে পারে সব সম্পর্কের ইতি।

সবাই করে যাচ্ছে সম্পর্কে জড়িয়ে থাকার অভিনয়,
তাইতো আজ,আমি কারোর নই-কেউ আমার নয়।

আমি থাকতে চেয়েছি সবার ভালোবাসায় বিদ্যমান,
তাই তো আজ,আমার কোথাও নেই কোনো মান।
আমি হতে চেয়েছি সবার কাছে খুবই অসাধারণ,
তাই তো আজ,আমার হাল মারাত্মক ঐ অমন।

আমি আর ভয় পাই না; যদি হয় সম্পর্কের অবক্ষয়,
তাইতো আজ,আমি কারোর নই-কেউ আমার নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *