“বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’ স্লোগানে স্লোগানে কম্পিত দেবীগঞ্জ


বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা।
আজ শনিবার (১১ জুন) মাগরিবের নামাজের পর দেবীগঞ্জ বাজার মসজিদের মুসল্লিদের মিছিলে মিছিলে কম্পিত হয় দেবীগঞ্জ। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিলে যোগদান করে। হাজার হাজার মুসল্লীর মিছিলটি দেবীগঞ্জ বাজার, বিজ্বয় চত্বর, চৌরাস্তা সহ দেবীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবীগঞ্জ বিজ্বয় চত্বরে এসে শেষ হয়। আগামী শুক্রবার দেবীগঞ্জ বাজার মসজিদ থেকে একটি মিছিল বের করবে ঘোষণা দিয়ে মিছিল শেষ করেন মুসলিম জনতা।