9:19 AM, 11 July, 2025

অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ইঞ্জিনিয়ারের!

road-accident-dp-20220512123504

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৫নং ব্রিজের কাছে চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহিদুল টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায় মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়ায় একটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইলে আসার সময় মহাসড়কের চর ভাবলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *