ঠাকুরগাঁওয়ে ছাত্রনেতা ওসমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল


ঠাকুরগাঁওয়ে ছাত্রনেতা ওসমান গণির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি শিশু পরিবার (বালিকা)’য় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গণির আয়োজনে ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাধন, সাবেক সহ সম্পাদক রাসেল ইসলাম, শাকিব, নুরুজ্জামান, সৌরভ, সবুজ, তন্ময়, সাবেক পৌর ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ইসরাফিল রাকিব, সরকারি শিশু পরিবার (বালিকা)’র উপ তত্তাবধায়ক অফিসার রিক্তা বানু, কারিগরি প্রশিক্ষক মাহমুদা খাতুন, সুলাতানা বেগম, ভবেন্দ্রনাথ বর্মন, ইদ্রিস আলীসহ সরকারি শিশু পরিবার (বালিকা’র) বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও শিশু সদস্যরা। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।