পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর রেলবাজার হতে শরৎগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটির অবস্থা বড়ই নাজুক ও পীড়াদায়ক। চাটমোহর রেল বাজার থেকে শরৎগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তাটি বিগত ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে (পাবনা-৩) এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মরহুম ওয়াজি উদ্দিন খান সাহেব ফৈলজানা ও মুলগ্রাম ইউনিয়নের লোকদেরকে ভালোবেসে উপহার দেন।
বিগত ১৯৯৬ সাল থেকে রাস্তাটি সময় অসময়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও টিকে আছে। অতি জরুরী রাস্তার সংস্কার প্রয়োজন হওয়ার প্রয়োজন হলেও সংস্কার হচ্ছেনা। শেষ কবে রাস্তাটির সংস্কার হয়েছে, তা আজ অনেকেরই মনে নেই। এই রাস্তা দিয়ে হাজারও গাড়ি চলাচল করে। উপজেলা সদর তথা জেলা শহরে হাজার হাজার লোকের শিক্ষা, চিকিৎসা, জীবন-জীবিকা ও উন্নয়নমুলক কর্মকান্ডে ব্যবহার হচ্ছে এই রাস্তাটি।
শরৎগঞ্জ হাট থেকে চাটমোহর রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি কম করে হলেও সহস্রাধিক স্থানে ইট বালি কার্পেন্টিং সরে গেছে। শতাধিক স্থানে রাস্তার পাশ থেকে মাটি সরে গিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ এই অবহেলিত রাস্তাটি চাটমোহর রেলবাজার হতে শরৎগঞ্জ বাজার পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটি সংস্কারের পাশাপাশি প্রশস্ত করা সময়ের দাবি।
রাস্তাটিতে চলাচলের নাজুক অবস্থা এতোটাই বাজে অবস্থা ধারণ করেছে যে, কোন অটো রিক্সা, ভ্যান টানা ভাড়ায় যেতে চায় না। জনগণের দাবী, এই রাস্তাটি সংস্কারসহ প্রশস্ততা বাড়াতে হবে। এই রাস্তায় চলাচলকারীদের ধুলো বালিতে যাতায়াত করতে হয়। এই রাস্তাটি দিয়ে চলাচলকারী বরেণ্য ব্যাক্তিদের মধ্যে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বয়েন উদ্দিন আহমেদ, RAB-4 এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মোজাম্মেল হক (পিপিএম, বিপিএম), চাটমোহর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার সহ অনেক ব্যক্তি, যাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগী লোকেরা।
রাস্তাটির সংস্কার ও বর্ধিত করণের প্রকল্প গ্রহণের জন্য এলাকাবাসীরা জনাব আলহাজ্ব মোঃ মকবুল হোসেন (সংসদ সদস্য, পাবনা-৩) এর হস্তক্ষেপ কামনাসহ ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রাশেদুল ইসলাম বকুল এর সহযোগিতা কামনা করেছেন।
পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম সরদার (মাস্টার) ও গ্রিন পিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি, সাংবাদিক নেতা চাটমোহর রিপোটার্স ইউনিটি সিনিয়র সহ-সভাপতি এবং পাবনা জেলা জজ কোর্টের বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা'র নজরদারী কামনা করেছেন অত্র এলাকার সাধারন শান্তিপ্রিয় জনসাধারন।
এলাকাবাসীদের চাওয়া সকল সংশ্লিষ্ট ব্যক্তিগণ রাস্তাটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নিতে তদবির করতে অনুরোধ করেছেন। চাটমোহর রেলবাজার টু শরৎগঞ্জ রাস্তাটির অনতিবিলম্বে সংস্কারসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম