কবিতা: সমালোচনা


সমালোচনা
সাইদুর রহমান শাহিদ
তুমি খোলা কেশে বিচরণ করলেও লোকে তোমার সমালোচনা করবে;
ঘোমটা দিলেও করবে।
তুমি ধূতি পরিধান করলেও লোকে তোমার সমালোচনা করবে;
পাজামা পরলেও করবে।
তুমি সফল হলেও লোকে তোমার সমালোচনা করবে;
ব্যর্থ হলেও করবে।
তুমি পুরুষ হলেও লোকে তোমার সমালোচনা করবে;
নারী হলেও করবে।
তুমি নজরুল গীতি গাইলেও লোকে তোমার সমালোচনা করবে;
উচাঙ্গ গাইলেও করবে।
তুমি স্পষ্টভাষী হলেও লোকে তোমার সমালোচনা করবে;
গোমড়া মুখো হলেও করবে।
তুমি স্বাবলম্বী হতে চাইলেও লোকে তোমার সমালোচনা করবে;
হাত পা গুটিয়ে থাকলেও করবে।
তুমি শ্বেত বর্ণের হলেও লোকে তোমার সমালোচনা করবে;
কৃষ্ণ বর্ণের হলেও করবে।
তুমি কাউকে উপদেশ দিলেও লোকে তোমার সমালোচনা করবে;
কুবুদ্ধি দিলেও করবে।
তুমি তাল গাছ সমান উঁচু হলেও-
লোকে তোমার সমালোচনা করবে;
খর্বদেহের হলেও করবে।
তুমি বই পড়ুয়া হলেও লোকে তোমার সমালোচনা করবে;
ভবঘুরে হলেও করবে।
তুমি অন্যায় পুষে রাখলেও লোকে তোমার সমালোচনা করবে;
প্রতিবাদী হলেও করবে।
তুমি উপন্যাস রচনা করলেও
লোকে তোমার সমালোচনা করবে;
গীতিকবিতা রচনা করলেও করবে।
সাইদুর রহমান শাহিদ, হাজী মুহাম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।