ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা


ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এসময় কেক কেটে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এ্যাডঃ মোস্তাক আলম টুলু
যুগ্ন-সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ,
এ্যাডঃ আ,স,ম, গোলাম ফারুক রুবেল,যুগ্ন-সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ,
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু,
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শামীম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, ইত্তেফাক এবং ইন্ডিপেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য শাকিল আহমেদ,
লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার সম্রাট,ডিবিসি টিভির জেলা প্রতিনিধি নবিন হাসান,
বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য নাহিদ রেজা, হিমেল তালুকদার, মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলী, রুহিয়া থানা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তারেক বাঁধন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইসলাম।