9:28 AM, 12 March, 2025

‘মোদী হ্যায় তো…’, ইউক্রেন থেকে নাগরিক ফেরানোর কৃতিত্ব নিতে প্রচার-মন্ত্র পদ্মের

inbound5993451866715313129

রবিবার পুণেতে একটি অনুষ্ঠানে মোদী নিজেও তাঁর সরকারের বিদেশনীতির কৃতিত্ব দাবি করেছেন। পুণের সিমবায়োসিস বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি জানান, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সঙ্গে সঙ্গেই ভারত সরকার নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়।

বিজেপি পুরনো স্লোগান ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’-কে ফের ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির জোরে এবং কৃতিত্বেই যুদ্ধের দেশ ইউক্রেন থেকে ভারতীয়দের দ্রুত উদ্ধার করা গিয়েছে বলে দাবি নিয়ে প্রচারে নামতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতারা ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন। সেই ছবি টুইট করা ছাড়াও পড়ুয়াদের বক্তব্য দিয়ে তৈরি করা হয়েছে ভিডিয়ো। আর তা নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার চলছে।

রবিবার পুণেতে একটি অনুষ্ঠানে মোদী নিজেও তাঁর সরকারের বিদেশনীতির কৃতিত্ব দাবি করেছেন। পুণের সিমবায়োসিস বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি জানান, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সঙ্গে সঙ্গেই ভারত সরকার নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়। শুরু হয় অপারেশন গঙ্গা।

মোদী জানান, ইতিমধ্যেই এক হাজারের বেশি পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এটাকে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বৃদ্ধির প্রমাণ দাবি করে তিনি বলেন, ‘‘যেখানে অন্য দেশ তাদের নাগরিকদের ফেরাতে গিয়ে সমস্যার মুখে পড়ছে সেখানে আমরা সক্ষম হয়েছি। এটাই প্রমাণ করে যে, বিশ্বে ভারতের প্রভাব বেড়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *