9:27 PM, 12 March, 2025

মা-বাবার নিষেধ অমান্য করেই ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে বাংলাদেশি তায়িব

inbound3238751495157695015
হাবিব মোহাম্মদ তায়েব (১৮) ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুবক। মা-বাবার নিষেধ অমান্য করেই ইউক্রেনের বিশ্ববিদ্যালয় পডুয়া এই তরুণ যুদ্ধে যাওয়ায় পরিবারের লোকজন এবং স্বজনরা খুবই উদ্বিগ্ন।
তায়েবের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান আইয়ুবের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
তায়েবের চাচা রাসেল জানান, তিনি নিজেও দুই বছরের বেশি সময়  ইউক্রেনে বসবাস করেছেন। তারা তিন ভাই ও দুই বোন। তার বড় ভাই হাবিবুর রহমান আইয়ুব প্রায় ৩২ বছর আগে স্টুডেন্ট ভিসায় ইউক্রেন গিয়েছিলেন।
কিয়েভেস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পডুয়া তায়িব ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। এ খবর শুনে তার দাদিসহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী উৎকণ্ঠায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *