কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রবিবার রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। এরপর, একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লাা উত্তর জেলা আওয়ামী লীগ, মুরাদনগর থানা, বাংগরা বাজার থানা, মুরাদনগর প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে কাজী নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম