ফাগুন দিনের গল্প
-মায়াজ আহমেদ
ফাগুন মানে বসন্তের আনন্দ-উল্লাস,
ফাগুন মানেই রক্ত-লাল পলাশ,
ফাগুন মানে কৃষ্ণচূড়া আর শিমুল,
ফাগুন মানেই দখিনা হাওয়া নির্মল।
ফাগুন মানে বায়ান্নো সালের ফেব্রুয়ারির দিন।
ফাগুন মানেই উত্তাল-রাজপথে ভাইয়ের রক্তের ঋণ।
ফাগুন মানে চিরচেনা স্লোগান "রাষ্ট্র ভাষা বাংলা চাই ! "
ফাগুন মানেই ভাষার তরে বুক পেতে দিলো আমার ভাই।
ফাগুন মানে লাঠি চার্জ আর বুলেটে দগ্ধ বুক!
ফাগুন মানেই ছেলে হারা মা'র বেদনাবিধুর মুখ।
মনে পড়ে যায় সেই দিনের কথা, সত্তুর বছর আগের।
ভাষার জন্যে দিলো প্রাণ যারা জানাই শ্রদ্ধা ও ভালোবাসা তাঁদের।
আজো ফাগুনে ফোটে ফুল আর কলরব করে পাখি।
ভাইয়ের বিনিময়ে বাংলা ভাষায় লিখি- তাই অশ্রুসিক্ত আঁখি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম