মো: অলিউর রহমান লিমন, ঢাকা প্রতিনিধিঃ নির্দলীয় ও নিরপেক্ষ সরকার এর অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস্ পার্টি, এনটিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলেই তারা সার্চ কমিটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
তিনি আরও বলেন, সরকার এদেশের জনগণকে ধোকা দেওয়ার জন্য আবারও একটি আইন করেছে এবং আইন মোতাবেক নির্বাচন করার জন্য সার্চ কমিটি তৈরি করেছে। যে সার্চ কমিটি নেয়া হয়েছে সকলে আওয়ামী লীগের সমর্থক।
এজন্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন কাজেই এ বিষয়ে মাথা ঘামানো অনর্থক। আমরা এই ব্যাপারে গুরুত্ব দেইনা।
অন্যদিকে ঠাকুরগাঁয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম