গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন কালুগাড়ী গ্রাম হতে গত ১৩ জুলাই ২০২০ তারিখে রাত্রী আনুমানিক ৪ ঘটিকার সময় একটি ট্রাক্টর চুরি হয়। এঘটনায় চোর কে ধরতে ও ট্রাক্টরাট উদ্ধারে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এর তত্ত্বাবধানে ও তদারকিতে ওসি তদন্ত মতিউর রহমান এর নেতৃত্বে পলাশবাড়ী থানার একটি চৌকস টিম গতকাল ২০ জুলাই রাত্রীভর পলাশবাড়ী থানা এলাকাসহ রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চুরির ঘটনায় জড়িত চোর পলাশবাড়ী পৌর এলাকার জগরজানি গ্রামের সুলতান মিয়ার ছেলে ১। মোঃ আঃ কাদের(২৫), পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ২. মোঃ মোমিদুল ইসলাম(২৩),পীরগঞ্জ উপজেলার চক রাঙ্গামাটি গ্রামের মমিনুল ইসলামের ছেলে ৩. মোঃ মিলন মিয়া(২৮) কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরা (গাংগুলির বাগান) এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া উক্ত ট্রাক্টরটি উদ্ধার করে। গ্রেফতারকৃত তিন চোরের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।