মনোনিবেশ
—–ড. মোঃ তৌফিকুল ইসলাম
পারিনা বসাতে মন
খোদার ধ্যানে বসে,
ধ্যানের মাঝে দেয় কুমন্ত্রণা শয়তান বার বার এসে।
মনোনিবেশ করতে ধ্যানে,
করি চেষ্টা যত
পারিনা করতে উহা নবী রাসুলগণের মত।
অতি নগন্য বান্দা আমি,
দুর্বলচিত্ত মন
ধ্যানের মাঝে দুনিয়াবি চিন্তা এসে যায় অকারন।
ভুল সমূহ করি যা,
ক্ষমা করে দিও
নিজগুণে তোমার রহমতে মোর ধ্যান কবুল করে নিও।
যদি না কর কবুল
যাব কি নিয়ে আখেরাতে?
হয়ে নতজানু সম্মুখে তোমার
দাঁড়াবো শুন্য হাতে।
তোমারি সৃষ্টি আমি,
অতি নগন্য দাস
তোমার দয়া ছাড়া তোমার পরীক্ষাতে হবোনা আমি পাশ।