দেশে গত ২৪ ঘন্টায় নতুন ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।
৯ এপ্রিল, বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম