টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাস শনাক্তের জন্য এ পর্যন্ত ডাক্তার, নার্স ও শিশু সহ ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রীহিত নমুনার ৭ জনের রিপোর্ট নেগেিেটভ এসেছে বাকী দুই জনের নমুনা সবেমাত্র পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে সময় লাগবে।
সর্বশেষ বুধবার (০৮ এপ্রিল) নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাহেদ আলী এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কামরুন্নাহার ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠান।
এর আগে উপজেলার দপ্তিয়র, মামুদনগর, ভাদ্রা ও সদর ইউনিয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ডাক্তারসহ ৭জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে নেগেটিভ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান জানান, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাঁদের মধ্যে একজন শিশু, একজন ডাক্তার, একজন নার্স, একজনের বয়স ৭০ বছর বাকীরা মধ্য বয়সী। আমাদের কাছে উপসর্গ দেখে যাকেই প্রাথমিকভাবে সন্দেহজনক মনে হচ্ছে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছি।