1:06 AM, 13 March, 2025

বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে প্রস্তুত ভারত : হর্ষ বর্ধন

harsh_vardhan_shringla

হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি : সংগৃহীত

নিজ দেশের সেনাবাহিনীর জন্য তৈরি করা সামরিক সরঞ্জাম বাংলাদেশকে দেয়ার জন্য প্রস্তুত ভারত। দুই প্রতিবেশি দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়টি উল্লেখ করে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা এসব কথা বলেন। ২ মার্চ, সোমবার বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে রাজধানীর ঢাকার সোনারগাঁও হোটেলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ সময় হর্ষ বর্ধন শ্রিংলা আরো বলেন, বাংলাদেশ ভারতের উন্নয়নের বিশ্বের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ এবং এই অঞ্চলে ভারতের বড় ব্যবসায়ীক অংশীদারও বাংলাদেশ।

তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রকৃত অর্থে তখনেই শক্তিশালী স্থানে পৌঁছবে যখন উভয় দেশই তাদের সমানভাবে নিজেদের আগ্রহের ও লাভের জায়গাগুলো খুঁজে পাবে।

তিনি আরো বলেন, ‘এ কারণে আমরা বিশ্বাস করি, আমাদের সেনাবাহিনীর মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের সম্পর্ক তৈরিতে চলমান প্রচেষ্টায় বিশ্বাস-অস্থার ওপর জোর দেয়া। বিশেষত আমাদের সেনাবাহিনীর জন্য বানানো যে কোন সামরিক সরঞ্জাম আপনাদেরকে দিতে চাই।’ চীন বাংলাদেশের কাছে সাবমেরিনসহ অস্ত্র বিক্রির জোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন ভারতের এই শীর্ষ কূটনীতিক।

হর্ষ বর্ধন শ্রিংলা আরো বলেন, বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় সেনা অফিসারদের প্রশিক্ষণের সুযোগকে ভারত স্বাগত জানায়। একই ভাবে ভারতও প্রস্তুত বাংলাদেশের জন্য তাদের সকল ধরনের সামরিক প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য। অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ থেকে শুরু করে উচ্চতর কমান্ডিং বিশেষজ্ঞদের প্রশিক্ষণ পর্যন্ত।