দুই ভাবনার কাব্য


কামরুজ্জামান বাবু
লেখক ও সাংবাদিকঃ
(এক).
মানুষ, তুমি মনুষ্যত্ব ভুলে গেলেও তোমাকে দোষ দিবো না, বরং বাহবা দিতে ছাড়বো না ।
মানুষ, তুমি মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিলেও বলবো না কিছু ; সবাইকে অবিশ্বাস করো ;
মানুষ, তুমি আসা-যাওয়ার পথে দিনদুপুরে ধর্ষিতাদের ধর্ষণ হতে দেখো – বাধা দিবো না ।
মানুষ, তুমি কাপুরুষ হয়ে যাও চুপি চুপি নিজের কাছে কারন তুমি বিপ্লবী হবার স্বপ্ন ছাড়ো ।
মানুষ, তুমি পাশের বাড়ির যে মেয়ের মায়াবী মুখ দেখলে কুকুরেরে মত লালা ঝরাও,ঝরাও।
মানুষ, তোমার আশিটা মায়ের পেটের বোন থাকুক,মেয়েটার জন্যে বোতলভরা এসিড কেনো;
মানুষ, তুমি আরো পাশবিক হও যতটা হলে পশুদের পাশবিকত্ব পশুরাই ভুলে যায়,হয়ে যাও।
মানুষ, তুমি গোপনে গোপনে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ধর্ষণ করো, মানচিত্র মুছে যায় যেনো ।
(দুই.)
এই লিখাটা গোলাপের
######
গোলাপ কিনব বলে চষে বেড়িয়েছি হাজার হাজার দোকান , পেরিয়েছি বাগানের পর বাগান , পাপঁড়ি মেলে তো শিশির মেলে না , হতাশ না হয়ে নিরন্তর খুঁজে যেতে হয় তোর প্রিয় গোলাপকলি – পাচ্ছি না । বাগান উজাড় , দোকান উজাড় , ফুলেরাও উজাড় , ঘ্রানেরাও উজাড়ে বন্দী । আমি ফুল পাইনি – তোকে দিবো বলে । পাচ্ছি না আর তার কারন – তোর চেয়ে সুন্দর কোন ফুল আমার চোখে পরছে না । পরবে না ।
খুঁজে খুঁজে ক্লান্ত এই অপারগ এই আমি ।
– তোমার হাতের পেছনে ওইটা কি ?
কিছু না । শোন , যখন ঘরে এসে দেখি আমার ঘরে এত্তো সুন্দর ফুলের মতো কোমল মুখ – কি করে দেখাই ? ওটা বরং ফেলেই আসি ।
– কি এটা ?
ফুল , গাছের ফুল , ঘ্রাণটাও মেকি । তোমার সুবাস তো আর মেকি নয় । অপ্স কই ?
– ঘুমোয় ।
চলো এই ফাঁকে একটু বেড়িয়ে আসি ।
– ভালো লাগছে না শুভ , তুমি যাও ।
যাবে বলেছিলে তো !
– এখন বলছি যাবো না ।
কিছু মনে কর না । নাও , এই ফুলগূলো তোমার ।
– ইশশ !!! এত ঢঙ করলে কেনো ? happy valentines…
ha ha ha ……
জাগতিক নিয়মে আমার ফুল ভুল ফুলের ঘ্রানে মাতোয়ারা আর আমি মিছেই আমার ভেতরে অসংখ্য ফুলের বাগান চাষ করি ।
– কি ?
kichu na, banglay bolbo na english-e ?
-তোমার খুশি ।
বাংলা বললে আবেগ বেড়ে যায় , তাই happy valentine….ও , আরেকটা কথা – কাল থেকে কি আবার ভালোবাসায় ঝর উঠবে ? ঝগড়া ? ঘেনর ঘেনর !!! যাক , নির্লজ্জের মতই বলে ফেলি , আমার ফুল কই ?
– আমি বিশ্বাস করি , তোমার ফুলের ঘ্রান , ফুল আর ফুলের সতেজতা তুমি পেয়েছ সেই নিগূঢ় খোঁজে । পাওনি ?
পেয়েছি , সত্যি । চলো ।
“ভালোবাসি ভালোবাসি ভালোবাসি –
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাশিঁ ভালবাসি ভালবাসি …”